‘আদর্শ’ নহে

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ০১:৩২

রাজধানীর মতিঝিল ‘আইডিয়াল’ স্কুল অ্যান্ড কলেজের জনৈক ছাত্রীর সহিত পরিচালনা পর্ষদের প্রবীণ এক সদস্যের যেই ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াইয়া পড়িয়াছে, উহা সামাজিক ও নৈতিক মানদণ্ডে ‘আদর্শ’ হইতে পারে না। খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানটির অর্জিত ভাবমূর্তির সহিতও সংগতিপূর্ণ নহে। একাদশ শ্রেণির ঐ শিক্ষার্থী ‘প্রাপ্তবয়স্ক’ এবং তাহার পরিবারের পক্ষেও কোনো অভিযোগ নাই– অভিযুক্তের এইরূপ যুক্তি নেহাত খোঁড়া বলিয়া বিবেচিত হইবে। বয়সের ব্যবধান কিংবা সীমা হৃদয়ঘটিত বিষয়ে সীমানাপ্রাচীর হিসাবে না দাঁড়াইলেও, শিক্ষাপ্রতিষ্ঠানের ‘অভিভাবক’রূপে তিনি পদোচিত দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেন নাই। তিনি যে অবস্থানগত প্রভাব কিংবা আনুষঙ্গিক প্রলোভন দেখাইয়া কোমলমতি শিক্ষার্থী ও তাহার পরিবারকে ফাঁদে ফেলেন নাই– উহার নিশ্চয়তা কী?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও