সরকারি দলের নেতারা হামেশা বলে বেড়াচ্ছেন, নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন ও সার্বভৌম। নির্বাচনের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ও ক্ষমতা কমিশনের আছে।
তাঁদের এসব বক্তব্যের সঙ্গে সরকারের কাজের মিল খুব কমই দৃশ্যমান। গত সোমবার জাতীয় সংসদে উত্থাপিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী প্রস্তাবটি নিয়ে ইতিমধ্যে জনমনে প্রশ্ন উঠেছে। আপত্তি জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞরা।
গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ (এ) ধারায় বলা আছে, নির্বাচন কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে নির্বাচনে বলপ্রয়োগ, ভীতি প্রদর্শন, চাপ সৃষ্টিসহ বিভিন্ন বিরাজমান অপকর্মের কারণে যুক্তিযুক্ত, ন্যায়সংগত এবং আইনানুগভাবে নির্বাচন পরিচালনা নিশ্চিত করতে সক্ষম হবে না, তাহলে যেকোনো ভোটকেন্দ্র বা ক্ষেত্রমতো সম্পূর্ণ নির্বাচনী এলাকায় নির্বাচনের যেকোনো পর্যায়ে ভোট গ্রহণসহ নির্বাচনী কার্যক্রম বন্ধ করতে পারবে।
- ট্যাগ:
- মতামত
- সরকার
- নির্বাচন কমিশন (ইসি)