রেলগাড়ির ঈদ ছুটি ও রাষ্ট্রীয় পরিষেবা খাত
আসন্ন ঈদুল আজহায় আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ও আন্তঃদেশীয় মিতালি এক্সপ্রেস ঈদের আগে-পরে ২৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ১১ দিন বন্ধ থাকবে। এর তাৎপর্য দ্বিবিধ– রেল কর্মচারীদের দিক থেকে এবং রেলযাত্রীদের দিক থেকেও।
আমার পিতা রেলে চাকরি করতেন। স্টেশনমাস্টার ছিলেন। মাতৃকুলের অনেক আত্মীয়স্বজন ছিলেন রেলকর্মী। ছোটবেলায় যখন ঈদের নামাজ পড়তে ঈদগাহে ছুটতাম, তখন আব্বা ইউনিফর্ম পরে থাকতেন স্টেশনে। সকালে নর্থ বেঙ্গল মেইল যেত; আমাদের শৈশবের ওই ছোট্ট স্টেশনে ট্রেনটির বিরতি ছিল না। অন ডিউটি স্টেশনমাস্টারকে সবুজ পতাকা নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পার করতে হতো মেইল ট্রেনকে।
ছোট নানা ছিলেন লালমনিরহাটে। একবার আমরা ঈদ করতে গেছি লালমনিরহাট। ঈদের দিন সকালে আমরা যখন নিউ কলোনি থেকে রেলবাজার পার হয়ে ওভারব্রিজ পেরিয়ে প্রায় মিছিল করে ঈদগাহে যাচ্ছি, তখন নানার এক সহকর্মী ইউনিফর্ম পরে যাচ্ছেন ডিউটিতে। তিনি যাবেন কুড়িগ্রাম লোকাল নিয়ে। আমরা যখন নামাজে, তখন হুস হুস করে কুড়িগ্রাম লোকাল ছুটল গন্তব্যে।