৭৬তম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার অবস্থান
কান চলচ্চিত্র উৎসবকে বুঝতে হলে নিজ সমাজের অবস্থানকে বুঝতে হবে। কেননা, এসব আয়োজনের অনেকগুলো ধাপ থাকে। জায়গাটা একই হলেও নিজের জ্ঞান ও শিল্প-সাহিত্য চর্চার ওপর নির্ভর করবে আপনার যোগাযোগের অবস্থান। এই আয়োজনের ধাপ না বুঝলে আমরা কোথা থেকে শুরু করবো, সেই মেন্ডেট তৈরি করতে পারবো না। তখন সব কিছুই ভাগ্যের জন্য রেখে দিতে হবে।
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরের সমাপনী অনুষ্ঠান হয় গত ২৭ মে। এবারের আসরের সেরার পুরস্কার 'পাম ডি'অর' জিতে নিয়েছে জাস্টিন ট্রিয়েটের ছবি 'এনাটমি অব এ ফল' এবং গ্র্যান্ড প্রিক্স পেয়েছে জোনাথন গ্লেজারের 'দ্য জোন অব ইন্টারেস্ট' ছবিটি।
প্রশ্ন হচ্ছে, ইউরোপের দেশ ফ্রান্সে আয়োজিত একটি চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়ার ছোট একটি দেশ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কেন?
এর সহজ উত্তর হচ্ছে, মানুষের জনপদের সভ্যতা টিকে থাকে সংস্কৃতি চর্চার মাধ্যমে এবং যে জনপদে মানুষ থাকবে, সেখানে সংস্কৃতি থাকবেই। সংস্কৃতি চর্চা একধরনের জাতীয় ও মানসিক বুদ্ধির চর্চা।