You have reached your daily news limit

Please log in to continue


তামাক নয়, খাদ্য ফলান

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রতিবছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়। এরই ধারাবাহিকতায় সদস্যদেশগুলো যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি সরকারি ও বেসরকারিভাবে পালন করে। এবার এই দিবসের প্রতিপাদ্য ‘গ্রো ফুড, নট টোব্যাকো’। যার বাংলা করা হয়েছে, ‘তামাক নয়, খাদ্য ফলান’।

জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ মহামারির প্রভাব এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবের ফলে খাদ্য, জ্বালানি ও সারের ক্রমবর্ধমান দামের কারণে বিশ্বব্যাপী খাদ্যসংকট বাড়ছে। তামাক চাষ বৃদ্ধি এবং উৎপাদন দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যা বৈশ্বিক পরিবেশগত ক্ষতির অন্যতম কারণ। এ ছাড়া তামাক চাষের ফলে জলবায়ু পরিবর্তন এবং কৃষি ও খাদ্যনিরাপত্তার ভবিষ্যৎ নির্ধারণে অন্যতম সহায়ক ভূমিকা পালন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বছর বিশ্ব তামাকমুক্ত দিবসের জন্য বিশ্বব্যাপী এই বৈশ্বিক সমস্যা নিরসনে তামাকের জমিতে খাদ্যশস্য উৎপাদনে উৎসাহিতকরণে প্রচারাভিযান ঘোষণা করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন