কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গ্যাস বিলের অন্যায্য পদ্ধতি এবং আবারও দাম বাড়ানোর ‘সিদ্ধান্ত’

ডেইলি স্টার আমীন আল রশীদ প্রকাশিত: ৩০ মে ২০২৩, ১৬:২০

বাজারব্যবস্থার ‍ধর্মই হলো সেখানে বিক্রেতা যে সেবা বা পণ্যটি বিক্রি করবেন, তার বিনিময়ে ক্রেতা মূল্য পরিশোধ করবেন। কিন্তু সেবা বা পণ্য না দিয়েই যদি ক্রেতার কাছ থেকে মূল্য নেওয়া হয় কিংবা ১ টাকার সেবা দিয়ে যদি ১০ টাকা মূল্য নেওয়া হয়, সেটি অন্যায্য।


আবাসিক খাতে যারা পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত গ্যাস ব্যবহার করেন, অনেক দিন ধরেই তারা এই অন্যায্য পদ্ধতির শিকার। তারই মধ্যে শুরু হয়েছে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ।


গণমাধ্যমের খবর বলছে, পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী গ্রাহকদের চুলার বিল বাড়ানোর প্রস্তাব দিয়েছে তিতাস। তারা ২ চুলায় মাসিক গ্যাসের বিল ৫১২ টাকা এবং ১ চুলায় মাসে ৩৯০ টাকা বাড়াতে চায়। প্রসঙ্গত, গত বছরের জুনে আবাসিক গ্রাহকদের গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। সেই দাম অনুযায়ী এখন ২ চুলার মাসিক বিল ১ হাজার ৮০ টাকা এবং ১ চুলার বিল ৯৯০ টাকা। কিন্তু এই দামও যথেষ্ট মনে করছে না তিতাস। তারা এখন ২ চুলায় গ্যাসের মাসিক বিল করতে চায় ১ হাজার ৫৯১ টাকা আর ১ চুলায় ১ হাজার ৩৭৯ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও