You have reached your daily news limit

Please log in to continue


নারী কি ঘরের কাজ করে টাকা নেবে?

যে নারী ঘরে থাকেন— তার কাজের কোনও কর্মঘণ্টা নেই, বিশ্রাম নেই, ছুটি নেই, বেতন নেই এবং পেনশন নেই। পরিবারের আয়-ব্যয়, সার্বিক দায়িত্বপালন, শিশুর যত্ন, বয়স্ক মানুষের যত্ন, সন্তানের পড়াশোনার দায়িত্ব, বাজার করা, রান্না করা আরও কতশত কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর অমূল্যায়িত ও অস্বীকৃত গৃহস্থালি কাজকে জাতীয় জিডিপিতে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘সকাল থেকে রাত পর্যন্ত নারীরা ঘরের সব কাজ করেন, অথচ সেই কাজ কারও নজরে আসে না। সেই কাজের কোনও স্বীকৃতি নেই। আগামী অর্থবছর থেকে নারীদের গৃহস্থালি কাজকে জিডিপি হিসাবে যোগ করবে সরকার।’

১১ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে খুব শিগগিরই একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে বলে জানান। কী হবে আসলে? নারীকে কি তবে এখন থেকে ঘরের কাজের জন্য বেতন দেওয়া হবে? কিভাবে নির্ধারণ হবে তার কাজের মূল্য? অর্থনীতিবিদ, নারী অধিকারকর্মীরা বলছেন, একটি স্যাটেলাইট হিসাব করে নারীর কাজ মূল্যায়ন করা সম্ভব। নারীরা বাসার কাজে যে সময় দিচ্ছেন, তা বাইরে করলে কত টাকা পেতেন, এটার হিসাব করে জিডিপির মূল হিসাবের পাশাপাশি এই হিসাব করা যায়। এটা হবে শ্যাডো মূল্যায়ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন