তারকাদের মা বন্দনা
যার মাধ্যমে পৃথিবী দেখা, ভাষা-ভালোবাসা শেখা, তিনি মা। প্রতিটি সন্তানের অস্তিত্বের মূলে রয়েছেন মা। তাই বছরের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তই যেন মায়ের। কিন্তু একটা দিন আয়োজন করে ভালোবাসলে ক্ষতি কী! এই ভাবনা থেকেই মা দিবসের সূচনা। ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রবিবারকে ‘মা দিবস’ হিসেবে ঘোষণা করে। এরপর এই দিবসের আবেদন, মর্যাদা ছড়িয়ে যায় সারাবিশ্বে। বাংলাদেশেও প্রতি বছর মা দিবস পালিত হয়।
আজ রবিবার (১৪ মে) মা দিবস উপলক্ষে তারকারাও তাদের মাকে ভালোবাসা জানাচ্ছেন। সোশ্যাল হ্যান্ডেলে মায়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করে ভক্তদেরও মাতৃভক্তিতে উৎসাহ দিচ্ছেন। মায়ের বন্দনায় কোন তারকা কী বলেছেন, চলুন সেটা জেনে নেওয়া যাক...
গেলো বছরের শেষ প্রান্তে এসে বাবাকে হারান অভিনেতা চঞ্চল চৌধুরী। এখন মাকে ঘিরেই তার জগত। মা দিবস উপলক্ষে মায়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে চঞ্চল লিখেছেন, ‘সময়ের পার্থক্য এটুকুই; গত বছর এই দিনে মায়ের কপালে লাল টুকটুকে সিঁদুর ছিল। বাবার চলে যাওয়ায় সবচেয়ে একা হয়ে গেছে আমাদের মা। তারপরও মায়ের মুখের এই হাসিটুকু বেঁচে থাক আমৃত্যু। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা। ভালো থাকুন সকল মা।’
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জীবন ও পেশাগত ক্যারিয়ার, সবটা জুড়ে তার মায়ের উপস্থিতি। মায়ের সঙ্গে ধারণ করা একগুচ্ছ ছবি শেয়ার করে মিম বলেছেন, ‘সবচেয়ে সেরা মাকে মা দিবসের শুভেচ্ছা। আমার সেরা বন্ধু ছবি সাহা (মিমের মা), ভালোবাসি তোমাকে।’
নায়িকা অপু বিশ্বাস নিজেও এক সন্তানের মা। তাই মাতৃত্বের পবিত্র অনুভূতি তার করেই জানা। ২০২০ সালে করোনায় মাকে হারিয়েছিলেন এই নায়িকা। বিভিন্ন সময় মাকে ঘিরে নানান স্মৃতি-আক্ষেপের কথাও বলেছিলেন।মা দিবসে মায়ের সঙ্গে তোলা ছবি যেমন শেয়ার করলেন অপু, দিলেন ছেলে জয়ের সঙ্গে ধারণকৃত ছবিও। আর লিখলেন, ‘পৃথিবীতে সৃষ্টিকর্তার সৃষ্টির শ্রেষ্ঠতম একটি উপহার মা। যার ডাকে আমার ঘুম ভাঙতো। যিনি আমার মুখের হাসি দেখার জন্য সব কিছু করতে পারতেন। মায়ের চেয়ে গভীর কোনও অনুভূতি নেই। পৃথিবীতে মা সন্তানের সবচেয়ে ভালো বন্ধু। মা দিবসে সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা। হ্যাপি মাদারস ডে।’
নায়িকা শবনম বুবলীও মা হয়েছেন। তার একমাত্র পুত্র শেহজাদ খান বীর। মা এবং সন্তান, দুজনের সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এক দিন আগেই। লিখেছেন, ‘পৃথিবীর সব মাকে মা দিবসের অগ্রিম শুভেচ্ছা।’