রাজা চার্লসের অভিষেক নতুন পথচলা, নবযুগের যাত্রা
ব্রিটেনের রয়্যাল ফ্যামিলির (ঐতিহ্যবাহী ব্রিটিশ রাজপরিবার) উপস্থিতিতে ৪ হাজার ব্রিটিশ ও কমনওয়েলথ সেনা, এক শর মতো বিশ্বনেতা এবং লাখ লাখ টেলিভিশন দর্শক-শ্রোতার উপস্থিতিতে সাত দশক ধরে চলে আসা যুক্তরাজ্যের সবচেয়ে বড় আনুষ্ঠানিক ইভেন্টে রাজা তৃতীয় চার্লসকে (চার্লস ফিলিপ আর্থার জর্জ) রাজমুকুট পরিয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনার মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে যুক্তরাজ্যের রাজতন্ত্র। ৭০ বছর পর যুক্তরাজ্যের জনগণ পেয়েছে নতুন রাজা! চলতি সপ্তাহের শনিবার এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অভিষেক হয় রাজা তৃতীয় চার্লসের। অর্থাৎ, আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের সিংহাসনে আরোহণ করলেন এই ব্রিটিশরাজ।