কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাবিতে ভর্তিচ্ছুদের ফুল দিতে এসে ছাত্রলীগের মার খেল ছাত্রদল

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৬ মে ২০২৩, ১৫:২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম `কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ —ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া শেষে ছাত্রলীগের মারধরের শিকার হন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে কার্জন হল এলাকায় এ ঘটনা ঘটে। 


ছাত্রলীগের হাতে মার খাওয়া আহত ছাত্রদলের নেতা-কর্মীরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদমারধক মমিনুর রহমান নিশান, শহীদ সার্জেন্ট জহুরুল হল শাখার কর্মী সাব্বির। এ ছাড়া এক ছাত্রদল কর্মীকে আটকে রাখার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে।


এদিকে ভর্তি পরীক্ষা শুরুর আগে থেকে ছাত্রদলকে প্রতিহত করতে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল নিয়ে শোডাউন করতেও দেখা যায়। 


ঢাবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়া শেষে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে মারধরের শিকার হন। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। আহতদের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। হামলার আগে কার্জন হল এলাকায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে বাইক শোডাউন দিতেও দেখা যায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও