জামায়াত ও ইসলামী আন্দোলনের একসঙ্গে কাজ করার ঘোষণা
জামায়াতে ইসলামীর আমির বরিশালে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন; পরে দুই নেতা একসঙ্গে কাজ করার ঘোষণা দেন।
মঙ্গলবার দুপুরের দিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান চরমোনাই আহছানাবাদ জামিয়া রশীদিয়া ইসলামিয়া মাদ্রাসায় যান। সেখানেই তিনি চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে দুই নেতা সংবাদ সম্মেলনে আসেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনাকে ‘শেষ নয়, শুরু’ হিসেবে অভিহিত করেন শফিকুর। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা, এদেশের দেশপ্রেমিক ইসলামিক জনতার প্রত্যাশা, সব কেন্দ্রে যেন একটি বাক্স থাকে।”
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। সেইটা আগে, তারপর নির্বাচন।”
দুই দলের সম্পর্কের উন্নয়নের বিষয়ে প্রশ্ন করা হলে ইসলামী আন্দোলনের আমির বলেন, “আমরা আগে থেকেই বলে আসছি, ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। সে চেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনও চলছে।”