সুদের হার বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা ১৬ বছরে সর্বোচ্চ
চ্যানেল আই
প্রকাশিত: ০৪ মে ২০২৩, ১০:০৭
অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সেদেশে সুদের হার বাড়িয়েছে, যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ। ফেডারেল রিজার্ভ তার মূল সুদের হার ০ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি করেছে। গত ১৪ মাসে এই সুদের হার দশম বারের মতো বৃদ্ধি পেয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বুধবার (৩ এপ্রিল) পর্যন্ত সুদের হারের এই বৃদ্ধি আপাতত শেষ বৃদ্ধি বলে জানিয়েছে ফেডারেল রিজার্ভ। এইবার সুদের হার বৃদ্ধির এই পরিস্থিতি সুদ হারকে ৫ থেকে ৫ দশমিক ২৫ শতাংশএর মধ্যে নিয়ে এসেছে। যেখানে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত বৃদ্ধির হার প্রায় ছিল শূন্য।
বিশ্ব অর্থনীতির পরিবর্তনের ফলে সম্প্রতি তিনটি মার্কিন ব্যাংকের পতন হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বৃদ্ধি
- ঋণের সুদহার