কলোরাডোর একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করার পর আগুন ধরে যাওয়া আমেরিকান এয়ারলাইন্সের একটি জেটের যাত্রী ও ক্রুদের ডানার সাহায্যে নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ভিডিও ফুটেজে বোয়িং কোম্পানির উড়োজাহাজটির ডানায় জড়ো হওয়া যাত্রীদের দেখা গেছে, তাদের কারও কারও হাতে ছিল ব্যাগ। তার কাছেই উড়োজাহাজটির নিচের দিকে আগুন জ্বলছিল, ধোঁয়া ছড়িয়ে পড়ছিল আশপাশ, লিখেছে বিবিসি।