
রাশিয়ার সঙ্গে আলোচনার আগে পুতিনকে হুঁশিয়ারি ট্রাম্পের
যুগান্তর
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ১৩:৪৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন, যদি মস্কো ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে সম্মত না হয়, তাহলে ‘বিধ্বংসী" নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর ট্রাম্প জানান, মার্কিন আলোচকরা বর্তমানে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন যাতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়। একদিন আগেই কিয়েভ ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। তবে ট্রাম্প এই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।