স্বর্ণের জিলাপি ও আর্থিক বৈষম্য

দৈনিক আমাদের সময় মাহফুজুর রহমান প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩, ০৯:৪৪

ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ২৪ ক্যারেট খাওয়ার উপযোগী স্বর্ণের পাতে মোড়ানো জিলাপি বিক্রির ঘোষণা দেয়। এই ঘোষণার পর কল্পনাতীত পরিমাণ ক্রেতা ছুটে যান স্বর্ণের জিলাপি কেনার জন্য। এই জিলাপির দাম ঘোষণা করা হয় কেজিপ্রতি ২০ হাজার টাকা। একজন গ্রাহক সর্বনিম্ন ২৫০ গ্রাম বা ৫ হাজার টাকার জিলাপি কিনতে পারবেন।


ব্যাপক চাহিদার মুখেও স্বর্ণের জিলাপি বিক্রি বন্ধ হয়ে গেছে। হোটেল কর্তৃপক্ষ আর এই জিলাপির অর্ডারে নিচ্ছে না। কারণ হিসেবে তারা বলেছেনÑ বিদেশ থেকে যে পরিমাণ খাওয়ার উপযোগী স্বর্ণের পাত আমদানি করা হয়েছিল, তা শেষ হয়ে গেছে। তাই আর জিলাপির অর্ডার নেওয়া হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশে যে ২০ হাজার টাকা কেজি মূল্যের জিলাপি কেনার জন্য এত ব্যক্তি আগ্রহী হবেন এবং অর্ডার দেওয়ার জন্য হোটেল পানে ছুটে যাবেন, তা হোটেল কর্তৃপক্ষও ভাবতে পারেনি। এ কারণে তারা কম পরিমাণে খাওয়ার স্বর্ণ আমদানি করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও