রিয়ালকে ৪ গোল দেওয়া কাস্তেয়ানোস আর্জেন্টিনার ক্লাবগুলোয় হয়েছিলেন ‘অযোগ্য’

প্রথম আলো প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩, ১৩:৩২

এমন স্বপ্নের মতো রাত জীবনে খুব কমই আসে। এই রাত হয়তো সারা জীবন মনে রাখবেন তাতি কাস্তেয়ানোস। গতকাল মাঠে নামার আগ পর্যন্ত ফুটবল বিশ্বে কজনই বা চিনত তাঁকে। কিন্তু ৯০ মিনিট পর যখন মাঠ ছেড়ে যাচ্ছেন, তখন ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত নামটি কাস্তেয়ানোস।


এই এক ম্যাচ দিয়ে ইতিহাসের পাতায় নিজের নামটা লিখিয়ে নিয়েছেন জিরোনার আর্জেন্টাইন ফুটবলার। ইতিহাসের দশম ফুটবলার হিসেবে রিয়ালের বিপক্ষে এক ম্যাচে ৪ গোল করার অনন্য এক কীর্তি গড়েছেন এই আর্জেন্টাইন। আর্জেন্টাইনদের মাঝে দ্বিতীয় এবং লা লিগায় ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েছেন কাস্তেয়ানোস।


সর্বশেষ ২০১৩ সালে রিয়ালের বিপক্ষে এক ম্যাচে ৪ গোলের কীর্তি গড়েছিলেন রবার্ট লেভানডফস্কি। লেভা এই কীর্তি গড়েছিলেন বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে। মজার ব্যাপার হচ্ছে, কাস্তেয়ানোস জিরোনাতে ধারে খেলতে এসেছেন। তাঁর মূল দল এমএলএসের ক্লাব নিউইয়র্ক সিটি এফসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও