
মেসিকে নিয়ে সতর্ক মাসচেরানো
স্কোয়াডে নাম দেখে লিওনেল মেসিকে মাঠে দেখার অপেক্ষায় ছিলেন দর্শকেরা। কিন্তু শুরুর একাদশে তাকে দেখা গেল না। প্রথমার্ধ পেরিয়ে আরও কিছুটা সময় চলল সেই অপেক্ষা। অবশেষে ৫৫তম মিনিটে টাচলাইনের পাশে দেখা গেল তাকে। মাঠে নামলেন বদলি হিসেবে। ম্যাচের পর কোচ হাভিয়ের মাসচেরানো জানালেন, সাম্প্রতিক সময়ে বেশ কয়েক দফায় চোটাক্রান্ত হওয়া তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি তিনি।
গত ১৬ মার্চ ইন্টার মায়ামির হয়ে খেলার পর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন মেসি। আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার দুটি ম্যাচে খেলতে পারেননি বিশ্বকাপজয়ী অধিনায়ক। মায়ামির ম্যাচ দিয়েই আবার তিনি ফিরলেন মাঠে।
বাংলাদেশ সময় রোববার সকালে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচের আগে মেসির অনুশীলনে ফেরার খবর জানিয়েছিলেন মাসচেরানো। ম্যাচের স্কোয়াডেও তাকে রাখা হয়। তবে শুরুর একাদশে ঠাঁই হয়নি তার।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার
- লিওনেল মেসি