যে কারণে দুই ওভারের বেশি বোলিং পাননি রাশিদ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১৩:২৪

“সবশেষ কবে রাশিদ খান আপনাদের হয়ে পুরো চার ওভার বোলিং করেননি?” পুরস্কার বিতরণী আয়োজনে শুবমান গিলকে জিজ্ঞেস করলেন সঞ্চালক হার্শা ভোগলে। গুজরাট টাইটান্স অধিনায়কের মুখে চওড়া হাসি খেলে গেল প্রশ্ন শুনতে শুনতেই। হাসির রেশ রেখেই গিল বললেন, “আমি জানি না… আমার মনে হয়, এবারই হয়তো প্রথমবার কোনো টি-টোয়েন্টি ম্যাচে স্রেফ দুই ওভার বোলিং করেছে সে!”


গিলের ধারণা পুরোপুরি সত্যি নয়। তবে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্সের লড়াইয়ে যা হয়েছে, সেটিও খুব স্বাভাবিক নয়। রাশিদ খানের চার ওভার বোলিং না করার ঘটনা তো রোজ দেখা যায় না। সবশেষ কবে দেখা গেছে, সেটিই গবেষণার বিষয়।


আহমেদাবাদে শনিবার গুজরাটের ১৯৬ রান তাড়ায় ২০ ওভার পুরোটাই খেলে মুম্বাই করতে পারে কেবল ১৬০ রান। রাশিদ যথারীতি আঁটসাঁট বোলিংয়ে দুই ওভারে ১০ রান দেন। সেই দুই ওভার শেষ হয়ে যায় ইনিংসের ১০ ওভারের মধ্যেই। পরের ১০ ওভারে আর বোলিংই পাননি আফগান লেগ স্পিন জাদুকর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও