
রিশাদদের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ
যুগান্তর
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ২০:৩৭
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দল লাহোর কালান্দার্সের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ড্যারেন গফ। তবে সাবেক এই ইংলিশ পেসার ব্যাক্তিগত কারণ দেখিয়ে আসর শুরুর আগেই সরে দাঁড়িয়েছেন।
তার জায়গায় বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়োগ দিয়েছে লাহোর কালান্দার্স।
ডমিঙ্গো এর আগে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ জাতীয় দলের কোচিং করিয়েছেন। লাহোরের হয়ে এবার মাঠ মাতাবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তাই বাংলাদেশের সাবেক এই কোচের অধীনে এবার খেলার সুযোগ হচ্ছে রিশাদের।
২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশের হেড কোচের দায়িত্বে ছিলেন ডমিঙ্গো। এরপর স্বেচ্ছায় শান্তদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর ক্লাব ক্রিকেটে কোচিং করাচ্ছেন তিনি। এবার সুযোগ পেলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।