
ভারতীয় ক্রিকেটারের সঙ্গে পান্ডিয়ার কেন ‘যুদ্ধ’ লেগে গিয়েছিল
আইপিএলে অধিনায়কত্ব করার চাপটা নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পাচ্ছেন হার্দিক পান্ডিয়া। তার ওপর দলের গুরুত্বপূর্ণ সময়ে যদি রান না করতে পারেন, তাহলে মেজাজ গরম হওয়াটাই স্বাভাবিক। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রাতে ভারতীয় তরুণ ক্রিকেটারের সঙ্গে লেগে গিয়েছিল পান্ডিয়ার।
গুজরাট টাইটান্সের দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে নেমে ১৪ ওভারে ৪ উইকেটে ১১২ রান ছিল মুম্বাই ইন্ডিয়ানসের। ১৫তম ওভারে বোলিংয়ে আসা গুজরাটের বাঁহাতি স্পিনার সাই কিশোরের প্রথম দুই বলে কোনো রানই নিতে পারলেন না পান্ডিয়া। তৃতীয় বলে পান্ডিয়া ফাইন লেগ দিয়ে মেরেছেন চার। চতুর্থ বলটা মুম্বাই অধিনায়ক সামনে এসে ডিফেন্ড করলেন। তখন পান্ডিয়ার দিকে সাই কিশোর এমনভাবে তাকালেন, মনে হচ্ছিল তাঁর (সাই কিশোর) চোখ থেকে আগুন বের হচ্ছে। পান্ডিয়ারও তখন মেজাজ গরম। স্টাম্প মাইকে স্পষ্ট বোঝা না গেলেও পান্ডিয়ার মুখ থেকে অশ্রাব্য ভাষা বের হয়েছে বলে ধারণা। পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আগেই আম্পায়াররা এসে সাই কিশোর ও পান্ডিয়াকে থামালেন।
- ট্যাগ:
- খেলা
- ভারতীয় ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটার