চট্টগ্রাম-৮ উপনির্বাচন: চার দিন আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষেধ
একাদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ নির্বাচনি এলাকায় ২৬ এপ্রিল (বুধবার) থেকে ২৯ এপ্রিল (শনিবার) পর্যন্ত চার দিন অস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২৭ এপ্রিল এই আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
ভোটের আগে পরে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৪ এর উপসচিব ইশরাত জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, একাদশ জাতীয় সংসদের ২৮৫ নম্বর আসন, চট্টগ্রাম-৮ নির্বাচনি এলাকায় শূন্য আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল। এ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বৈধ অস্ত্র প্রদর্শনের ওপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করছে। ১৮৭৮ সালের অস্ত্র আইনের ৭ (ক) (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই আদেশ জারি করেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে