You have reached your daily news limit

Please log in to continue


আজ রমজানের শেষ জুমা

আজ ২৯তম রোজা। চলতি রমজান মাসের শেষ শুক্রবার। রমজান মাসের শেষ শুক্রবারকে 'জুমাতুল বিদা' নামে অভিহিত করা হয়। এটি নব আবিষ্কৃত একটি পরিভাষা। শরিয়তে জুমাতুল বিদার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তবুও অনেকের ধারণা, এর বিশেষ ফজিলত রয়েছে। তারা এই জুমাকে খুব গুরুত্ব দেয় এবং এটাকে শরিয়ত নির্দেশিত ফজিলতপূর্ণ দিবসের অন্তর্ভুক্ত মনে করে।

 

শরিয়তে জুমার দিনের আলাদা ফজিলত আছে। কোরআনে এই দিনের ইবাদতকে অত্যন্ত গুরুত্ববহ হিসেবে উল্লেখ করা হয়েছে। হাদিসে বলা হয়েছে- আনন্দ ও ইবাদতের দিন। সুতরাং অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের গুরুত্ব ও ফজিলত বেশি। আর রমজানে জুমার দিনগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ ও ফজিলতময়। এক রমজানে চার থেকে পাঁচটি জুমাবার পাওয়া যায়। ফজিলত ও গুরুত্বের দিক দিয়ে রমজানের প্রথম ও দ্বিতীয় জুমাবারের যে মর্যাদা সেই একই মর্যাদা জুমাতুল বিদা বা শেষ জুমাবারের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন