দাবদাহ : অতিষ্ঠ জীবন ও নাকাল স্বাস্থ্য
১৮ এপ্রিল ২০২৩। ঢাকা। বিকাল চারটা। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস, অনুভূত হচ্ছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহে নাকাল ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলের মানুষ। এখনই এর থেকে রেহাই মিলবে না।
এদিকে, ১৫ এপ্রিল ২০২৩, ঢাকায় ৫৮ বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিন পার করল রাজধানীবাসী। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বেলা তিনটা পর্যন্ত ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি বাতাসে আর্দ্রতা কম থাকায় গরমের আঁচ আরও বেশি অনুভূত হচ্ছে। (প্রথম আলো, ১৫ এপ্রিল ২০২৩)
ঢাকার পাশাপাশি ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় এই তাপপ্রবাহ বইছে। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
টানা ১৫ দিন বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। চলতি মৌসুমে টানা ১৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হওয়া চুয়াডাঙ্গায়। এই জেলায় রেকর্ড করা হয়েছে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যা সারা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। (ঢাকা পোস্ট, ১৭ এপ্রিল ২০২৩)
- ট্যাগ:
- মতামত
- তীব্র তাপপ্রবাহ
- তীব্র তাপদাহ