১১ হাজার ডলারের বৈদ্যুতিক গাড়ি এনেছে চীনের কোম্পানি বিওয়াইডি

প্রথম আলো প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ১৬:০৫

বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, চীনের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি কোম্পানি বিওয়াউডি সাংহাই অটো শোতে বা গাড়ি প্রদর্শনীতে সিগাল নামের এক গাড়ি নিয়ে এসেছে। এই গাড়ির বৈশিষ্ট্য দেখে বিশ্লেষকেরা রীতিমতো চমকে গেছেন। এক চার্জে ৩০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এই গাড়ি। দাম মাত্র ১১ হাজার ডলার, যা ইউরোপের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ বৈদ্যুতিক গাড়ির এক-চতুর্থাংশ।


এ গাড়ি দেখে মরগ্যান স্ট্যানলির বিশ্লেষক অ্যাডাম জোনস এক নোটে বিনিয়োগকারীদের উদ্দেশে বলেছেন, চীনের গাড়ি কোম্পানিগুলো যে বৈদ্যুতিক গাড়ির দাম কমিয়ে দিচ্ছে, সিগাল তার আরেকটি নজির। তিনি আরও বলেন, এতে বোঝা যাচ্ছে, চীনের গাড়ি কোম্পানিগুলো ভবিষ্যতে এ-জাতীয় প্রাথমিক পর্যায়ের বৈদ্যুতিক গাড়ি রপ্তানিতে আরও আগ্রাসী নীতি গ্রহণ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও