![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F1029114c-37fd-4c36-a816-595983984828%252Feditorial_5.png%3Frect%3D0%252C0%252C1600%252C900%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D700%26dpr%3D1.1)
সরকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা সংশোধন করতে যাচ্ছে বলে প্রথম আলোয় খবর এসেছে। সংশোধনী প্রস্তাবটি হলো, পরিচালনা কমিটির সভাপতি পদে যাঁরা আসবেন, তাঁদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চমাধ্যমিক পাস। বর্তমানে শিক্ষাগত যোগ্যতার কোনো মাপকাঠি নেই।
কিন্তু এটাও গাছে কাঁঠাল গোঁফে তেলের মতো হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বহু বছর ধরেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে প্রকৃত শিক্ষানুরাগীদের আনার কথা শোনা যাচ্ছিল। নানা সংশোধনীর পরও উদ্দেশ্য সফল হয়েছে—এমনটি বলা যাবে না।
দেশে বর্তমানে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আছে ৩৫ হাজারের বেশি। এর মধ্যে নতুন ২ হাজার ৭১৬টিসহ মোট এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ১৬৪টি। মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি হয় ১১ থেকে ১৪ সদস্যের। এর মধ্যে একজন চেয়ারম্যান বা সভাপতি থাকেন।