মুখে লেবুর রস লাগালেই কি মুছে যায় দাগছোপ? টুথপেস্ট লাগালে কমে ব্রণ? উত্তর দিলেন চিকিৎসক
eisamay.com
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩, ১১:২৭
Skin Care Tips in Bengali: ত্বক ভালো রাখার জন্যে নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। সেই কথা ঠিকই। আমরা প্রত্যেকেই সেই বিষয়ে ওয়াকিবহাল। কেউ কেউ ঘরোয়া টোটকার উপরেই যথেষ্ট ভরসা করেন। আবার অনেকেই সামান্য সমস্যা দেখলেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন।
এই কথা ঠিক যে, অনেক ঘরোয়া টোটকাই ত্বকের যত্নে ম্যাজিকের মতো কাজ করে। কিন্তু আবার অনেক টোটকাই ত্বকের কোনও উপকার করে না, উল্টে ক্ষতি করে অনেক বেশি।
চর্মরোগ বিশেষজ্ঞ, ডা. জয়শ্রী শরদ সম্প্রতি তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্টে এই বিষয়েই আলোকপাত করেছেন। স্কিনকেয়ারে কোনটা করা উচিত এবং কোনটা উচিত নয়, সেই বিষয়ে আলোচনা করেছেন চিকিৎসক।