![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fopinion%3Ffile%3Ddefault%26imgPath%3D2023March%2Ffak-20230407094541.jpg)
নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত ও চলমান কৃত্রিম সংকট
সম্প্রতি যুক্তরাজ্যে ৪০ লাখ শিশু খাদ্য নিরাপত্তাহীনতার শিকার। তাদের অভিভাবকরা বিনামূল্যে শিশুদের স্কুলে খাবার সরবরাহের দাবি করেছেন। ২০২২ সালে দেশটিতে শিশুখাদ্য নিরাপত্তাহীনতার হার ছিল ১২ শতাংশ। সেটা ২০২৩ সালের মার্চের প্রথম সপ্তাহে এসে দাঁড়িয়েছে ২২ শতাংশে।
খাদ্য নিরাপত্তার ক্রমাবনতির প্রবণতা দেখে দেশটির মানুষ শিশুদের নিয়ে খুবই শঙ্কিত হয়ে পড়েছে। যুক্তরাজ্যের ফুড ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এ্যনা টেলর বলেছেন, ‘সরকার যে খাদ্য নিরাপত্তার দাবি করছে তাতে তথ্যগত ঘাটতি রয়েছে। শিশুদের জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে হবে।’