You have reached your daily news limit

Please log in to continue


আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন আমির!

টিম ম্যানেজমেন্টের মানসিক অত্যাচার সইতে না পেরে ২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পাকিস্তানের গতি তারকা মোহাম্মদ আমির। সম্প্রতি নাজাম শেঠী পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরার গুঞ্জন উঠেছে। পাকঅবজারভার ডটনেট এক প্রতিবেদনে জানালো, বোর্ডের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান তাকে আরেকটি শেষ সুযোগ দিতে চান। গত বছরের শেষ দিকে দায়িত্ব গ্রহণের পর আমিরের ফেরার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে নাজাম বলেছিলেন, ‘পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারে আমির, যদি সে অবসর প্রত্যাহার করে।’

আন্তর্জাতিক অবসর নেওয়ার পর থেকে, আমির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে ব্যস্ত রেখেছেন। পাকিস্তান সুপার লিগের শেষ আসরে পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে ফেরার দাবি জোরালো করেন। সাত ম্যাচে নেন ৯ উইকেট। তবে বিতর্ক তুলতে পিছপা হননি। পেশাওয়ার জালমি ও জাতীয় দলের অধিনায়ক বাবর আজমকে নিয়ে মন্তব্য করেন করাচি কিংস তারকা। বলেন, দলের হয়ে বোলিং করার সময় বাবর ও টেলএন্ডারদের মধ্যে পার্থক্য খুঁজে পান না তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন