দেশের হয়ে শত গোল করতে চান হ্যারি কেন

চ্যানেল আই প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ২১:৩৮

বৃহস্পতিবার রাতেই ইংল্যান্ডের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন হ্যারি কেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ইতালির বিপক্ষে গোল করে ছড়িয়ে যান ওয়েইন রুনির ৫৩ গোলের রেকর্ড। এবার দেশের হয়ে শত গোলের মাইলফলক স্পর্শ করতে চান ইংলিশ ফরোয়ার্ড।


ইতালির বিপক্ষে এক গোল করেছিলেন হ্যারি কেন। পরের ম্যাচে পরের ম্যাচে ইউক্রেনের বিপক্ষেও পেয়েছিলেন জালের দেখা। ইংল্যান্ডের হয়ে ৮২ ম্যাচে কেনের গোল সংখ্যা এখন ৫৫।


ইউক্রেন ম্যাচের পর নিজের স্বপ্নের কথা জানান কেন। জাতীয় দলের হয়ে ১০০ গোল করতে চান ২৯ বর্ষী স্ট্রাইকার। বলেছেন, ‘১০০ গোল করা নিশ্চিতভাবে কঠিন হবে। আমি কখনই কিছু গণনা করি না। আমি এখনও তরুণ, আমার বয়স ২৯, আমি এখনও ফিট এবং শক্তিশালী। যতদিন পারি ইংল্যান্ডের হয়ে খেলতে চাই। আমি লক্ষ্যের পথে ধাপে ধাপে এগিয়ে যাব।’


‘পরবর্তী লক্ষ্য ৬০-এর ঘরে পা রাখার চেষ্টা করা। ১০০ গোল দৃষ্টিসীমার বাইরে নয়। এটা খুবই কঠিন হবে। দেখা যাক, আগামী কয়েক বছর কেমন যায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও