![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-03%2F991d6a6b-b7bb-406b-8b36-2652f3e91636%2Fshakib_arav_facebook_160323.jpg?rect=0%2C158%2C1600%2C900&auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=768)
আরাভ ‘খুনের আসামি’ জেনেই দুবাই গেছেন সাকিব: ডিবি
দুবাইয়ের গয়নার দোকান আরাভ জুয়েলার্সের মালিক ‘আরাভ খান’ এর আসল নাম যে রবিউল ইসলাম এবং তিনি যে এক পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি- এই তথ্য সাকিব আল হাসানকে জানানো হয়েছিল বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ।
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারকে তারপরও দুবাইয়ে যাওয়া থেকে বিরত রাখা যায়নি, বলেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।
ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে বুধবার দুবাইয়ে আরাভ খানের দোকান উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেন সাকিব। ওই অনুষ্ঠানে দেশের বিনোদন জগতের আরও কয়েকজনও ছিলেন।
ডিবি কর্মকর্তা হারুন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “সাকিব আল হাসানসহ অন্যান্যদের জানানো হয়েছে। জানানোর পরেও তারা কেন এরকম একটা উদ্বোধনী অনুষ্ঠানে গেলেন, তা আমি জানি না। এটা দুঃখজনক।
“আমরা এত করে বলার পরেও তারা আরাভ খানের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এটা তারা কেন করেছেন জানি না।”