গত বছর ত্বকচর্চায় গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছে নারিকেল তেল
সমকাল
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ১৪:৩১
ত্বকচর্চায় ব্যবহৃত উপাদানগুলোর মধ্যে গত বছর বিশ্বে রাজত্ব করেছে নারিকেল তেল। সৌন্দর্যচর্চা বিষয়ক ওয়েবসাইট তাজমিলি পরিচালিত এক গবেষণায় ২০০ টিরও বেশি ত্বকের যত্নের উপাদানগুলি কতবার অনলাইনে অনুসন্ধান করা হয়েছে তার তথ্যের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।
এতে দেখা গেছে, গুগলে সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে নারিকেল তেল। ওই গবেষণার ফল অনুযায়ী, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি মাসে অন্তত ৪৩ হাজার বার ‘নারিকেল তেল’ লিখে সার্চ করা হয়েছে, বছর শেষে যেই সার্চের এই সংখ্যা দাঁড়ায় ৫ লাখ ১৬ হাজারে। ‘নারিকেল তেল কি ত্বকের জন্য উপকারী?’এই প্রশ্নটির উত্তর গুগলে প্রতিমাসে অন্তত ১১ হাজার বার খোঁজা হয়েছে।