You have reached your daily news limit

Please log in to continue


গণতান্ত্রিক পুঁজিবাদকে রক্ষা করা জরুরি

বিশ শতকের শুরুর দিকের মতো আজকের বিশ্বেও আমরা বৈশ্বিক শক্তির ব্যাপক স্থানান্তর, জোরালো সব অর্থনৈতিক সংকট এবং নাজুক গণতন্ত্রের ক্ষয় দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এও দেখছি যে গণতন্ত্রের পীঠভূমি মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান। ২০২০ সালের নির্বাচনের ফল উল্টে দিতে ডোনাল্ড ট্রাম্পের প্রয়াস এবং তার মিথ্যাচারের প্রতি তার দলের সমর্থন বড় ধরনের বিপদকেই স্পষ্ট করেছে। 

আমি ঠাণ্ডা যুদ্ধের সময় বেড়ে উঠেছি। তখন উদার গণতন্ত্রকে রক্ষা করার রাজনৈতিক একটা প্রেক্ষাপট ছিল যা আমার গড়ে ওঠাকে প্রভাবিত করেছে। এরপর বিশ্বব্যাংকে একজন অর্থনীতিবিদ হিসেবে কাজ করতে গিয়ে আমি এটা বুঝতে শিখেছি যে সমৃদ্ধি রচনায় বাজারভিত্তিক পুঁজিবাদ বড় ভূমিকা রাখে। আর এ সমৃদ্ধির ওপরই একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা নির্ভরশীল। আমি বিশ্ব অর্থনীতিকে উন্মুক্ত করে দেয়ার পদক্ষেপগুলো সমর্থন করেছি, এটাও মেনেছি যে ব্যাপক দারিদ্র্য বিমোচনে, বিশেষত চীনে, বৈশ্বিক পুঁজিবাদের অনেক অবদান রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন