নিরাপত্তা ও ফ্যামিলি পেয়ারিংয়ে টিকটকের নতুন ফিচার
কিশোর-কিশোরী, পরিবার ও বৃহত্তর সম্প্রদায়ের জন্য বড় পরিসরে নতুন ফিচার ঘোষণা করেছে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক। কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টের জন্য নতুন ডিফল্ট সেটিংসের পাশাপাশি স্ক্রিন টাইম টুলে আরো কাস্টম অপশন যুক্ত করছে প্লাটফর্মটি। এছাড়া ফ্যামিলি পেয়ারিং ফিচারেও অভিভাবকের নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে।
আগামী সপ্তাহ থেকে আঠারো বছরের কম বয়সী ব্যবহারকারীর প্রতিটি অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ৬০ মিনিটের জন্য দৈনিক স্ক্রিন টাইম লিমিট সেট করা হবে। বোস্টন চিলড্রেনস হাসপাতালের ডিজিটাল ওয়েলনেস ল্যাবের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ ও সম্প্রতি পরিচালিত একাডেমিক রিসার্চ বিবেচনার মাধ্যমে সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে অ্যাপে যখন ৬০ মিনিটের সীমা পূর্ণ হয়ে যাবে, তখন কিশোর-কিশোরীদের অ্যাপটি ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য একটি পাসকোড লিখতে অনুরোধ করা হবে। তখন সময় বাড়ানোর জন্য তাদের সক্রিয় সিদ্ধান্ত নিতে হবে।