
জুনে আসছে নিনটেন্ডোর সুইচ ২ কনসোল
কয়েক বছর ধরে গেইমিং খাত জুড়ে জল্পনা ছিল কোনো এক সময়ে বাজারে আসতে চলেছে গেইম কনসোল নির্মাতা জাপানি কোম্পানি নিনটেনডো’র কনসোল ‘সুইচে’র নতুন সংস্করণ সুইচ ২। সে প্রতীক্ষা এতোদিনে ফুরালো।
গেইমারদের বহুল প্রতীক্ষিত সুইচ সিস্টেমের উত্তরসূরি এ নতুন সুইচ ২ কনসোলটি এ বছরের ৫ জুন বাজারে আসবে বলে নিশ্চিত করেছে নিনটেনডো। এর খুচরা মূল্য ৪৪৯.৯৯ ডলার।
কোম্পানিটির এ নতুন কনসোল নিয়ে কাজ করার খবর প্রথম প্রকাশ পেয়েছিল জানুয়ারিতে। ওই সময় নতুন এক ভিডিওতে কনসোলটির বড় সংস্করণ দেখিয়েছিল নিনটেনডো। এর আগের মডেলের মতোই দেখতে এই নতুন সংস্করণের কনসোলটি।
নতুন কনসোলটিতে বড় ও উচ্চ মানের স্ক্রিনের পাশাপাশি এর কনট্রোলার বিচ্ছিন্ন করা যাবে, যেটি চুম্বকের সাহায্যে কনসোলের সঙ্গে জুড়ে থাকবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
নিনটেনডো বলেছে, নতুন কনসোলটিতে বেশ কিছু নতুন সামাজিক যোগাযোগের ফিচার থাকবে, যার কেন্দ্রে রয়েছে ‘গেইমচ্যাট’ নামের এক নতুন টুল। এর মাধ্যমে গেইমিংয়ের সময় বন্ধুদের সঙ্গে ভয়েস বা ভিডিও চ্যাটিংয়ের সুযোগ পাবেন গেইমাররা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গেমিং কনসোল
- নিনটেনডো