
এক চার্জে ১৩ ঘণ্টা চলবে ইয়ারবাড
বর্তমানে ইয়ারবাডস সবারই খুব পছন্দ। ছোট্ট চার্জিং কেস সমেত এদিক-ওদিক নিয়ে যাওয়াও সহজ। পোশাকে একটা প্যাকেট কিংবা ব্যাগে অল্প একটু জায়গাই যথেষ্ট। বিভিন্ন সংস্থা তাদের ইয়ারবাড বাজারে আনছে।
রিয়েলমি বাডস এয়ার ৭ মডেল ইয়ারবাডটি বাজারে এসেছে। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারফোনে। অর্থাৎ একসঙ্গে এই ইয়ারবাডস দুটো ডিভাইসে সংযুক্ত করা যাবে। ৫২ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার কাজ করবে। ১২.৪ মিলিমিটারের ব্রাস ড্রাইভার রয়েছে এই ইয়ারফোনে।
এই ইয়ারবাডে ১২.৪ মিলিমিটারের ডায়নামিক ডিপ ব্রাস ড্রাইভার্স রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে হাই রেজোলিউশনের অডিও সার্টিফিকেশন সাপোর্ট। রিয়েলমির এই ইয়ারবাডসে ৫২ ডেসিবেল পর্যন্ত কাজ করবে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। ৬টি মাইক যুক্ত সিস্টেম রয়েছে এই ইয়ারবাডসে যেখানে কল নয়েজ রিডাকশন ফিচার কাজ করবে।