কাপ্তাই হ্রদে নৌকাডুবিতে ২ নারী পর্যটক নিহত
রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে দুই নারী পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সন্ধ্যায় হ্রদের ডিসি বাংলো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার এসআই নয়ন কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- পুষ্প রানী (৫০) ও চায়না রানী (৫৫)। আর আহতরা হলেন- মীনা রানী বর্মন (৫০), সচীন্দ্র মন্ডল (৬০) ও নমিতা বর্মন (৩৫)। তাদের সবার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়।
জানা গেছে, আজ দুপুরে ইঞ্জিনচালিত নৌকায় ৬৪ পর্যটক কাপ্তাই হ্রদে ভ্রমণে যান। রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু দেখে সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম বোর্ড ঘাটে ফিরছিলেন তারা। এ সময় ডিসি বাংলোর পাশে কাপ্তাই হ্রদে পৌঁছালে পানিতে ডুবে থাকা গাছের সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে নৌকা ডুবে যেতে থাকলে যাত্রীরা ঝাঁপ দেন। আশপাশে নৌকায় থাকা লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন। এর মধ্যে দুই জন মারা গেছেন এবং তিন জন আহত হয়েছেন।