বাইডেনের ‘নিরাপত্তার নিশ্চয়তা’ দিয়েছে মস্কো: দাবি পুতিনের সাবেক মুখপাত্রের
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অঘোষিত কিয়েভ সফরে তার নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে রাশিয়া। সোমবার রুশ রাষ্ট্রবিজ্ঞানী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক মুখপাত্র সের্গেই মারকভ এই দাবি করেছেন।
আল জাজিরাকে মারকভ বলেছেন, ভ্লাদিমির পুতিনের কাছ থেকে ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পরই কেবল জো বাইডেন কিয়েভ সফরে এসেছেন। বাইডেনের কিয়েভ সফরের সফর কোনও রকেট হামলা ও বিমান হামলা চালানো হবে না বলে পুতিন নিশ্চয়তা দিয়েছেন।
আল জাজিরার পক্ষ থেকে পুতিনের সাবেক মুখপাত্রের এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মারকভ বলছেন, এই সফরের সময়টা গুরুত্বপূর্ণ। এমন সময় এই সফরে আসলেন বাইডেন যখন পুতিন জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং শুক্রবার ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রথম বার্ষিকী।
তিনি দাবি করেছেন, এই সফরের মাধ্যমে মার্কিন রাজনীতিতে বাইডেন অনেক কিছু অর্জন করতে পারবেন। ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে অনেকেই মনে করছেন শারীরিক ও মানসিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সক্ষম নন বাইডেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এই সফর বাইডেনের ‘বড় জয়’।