রবীন্দ্রনাথ হারাইয়া প্রমাণ করিলেন, তিনি হারান নাই

সমকাল জোহরা ঝুমু প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৪

রবীন্দ্রনাথ ঠাকুর- বাংলা সাহিত্যজগতে যাঁহার অবদান লইয়া সন্দেহ করিবার অবকাশ কাহারোই নাই; তথাপি তাঁহাকে বারংবার চুরির সম্মুখীন হইতে হইয়াছে অবলীলায়। কখনও-সখনও কেহ বলিয়াছেন, তাঁহার বহু লেখাজোখা অন্যত্র হইতে নিজের করিয়া লইয়াছেন। তাহা সত্ত্বেও তিনি রচনা করিয়াছিলেন নিজস্ব অসংখ্য গল্প, কবিতা, উপন্যাস ও নাটক।


যাহা হউক, তাঁহার মৃত্যুর বহু বৎসর পর অবধি বাঙালির একমাত্র গৌরবের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলখানা; তাহাও চুরি হইয়াছিল। ২০০৪ সালের ২৫ মার্চ প্রত্যুষে রবীন্দ্রভবন খুলিয়াই সকলের টনক নড়িয়া যায়; বিশ্ব অবগত হয়- রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল হারাইয়া গিয়াছে। এহেন চৌর্যবৃত্তি লইয়া সাহিত্য প্রাঙ্গণ ও সাহিত্যপ্রেমীর মানসে চরম অসন্তোষ প্রকাশ পাইলেও তাহার প্রকৃতার্থে বিশেষ সুরাহা অদ্যাবধি হইয়াও হইল না; ঠিক যেন তাঁহারই ছোটগল্পের ন্যায় 'শেষ হয়ে হইল না শেষ'।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও