
যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং বাংলাদেশের অবস্থান
বাংলাদেশে প্রায় একই সময়ে সফরে এসেছেন তিন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি। যুক্তরাষ্ট্র, ভারত ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তার সফর পূর্ব-পশ্চিমে বাংলাদেশের গুরুত্ব বৃদ্ধির পরিচায়ক। এর আগে গত মাসে বাংলাদেশ ঘুরে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুসহ যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের গুরুত্বপূর্ণ তিন ব্যক্তি। বস্তুত বহু দিন ধরেই বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব বিশ্বব্যাপী আলোচনার বিষয়।
ভারত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে সঙ্গে বাংলাদেশের অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীনের উত্থান এবং শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠা, ভারতের উত্থান এবং জাপানের অর্থনৈতিক সমৃদ্ধির কারণে এ অঞ্চলের প্রতি বিশ্বের তীক্ষষ্ট নজর রয়েছে। আমরা দেখেছি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এশিয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের কৌশল নির্ধারণ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সে ধারা অক্ষুণ্ণ রেখেছিলেন এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনেও সেই গুরুত্বের বিষয়টি অনেক বেশি স্পষ্ট।