
আলো-আঁধারে জীবন
মানুষের জীবন এক আশ্চর্য দাঁড়িপাল্লার মতো। এক পাশ কানায় কানায় আনন্দ তো অন্য পাশে সমান সমান বিষাদ।
নাকি কিছু কম-বেশি থাকে তাতে? কিন্তু যদি তাই হতো তবে কি এক আকাশ ভরা রোদ উঠেছে তো আরেক আকাশে শুধু মেঘ-বৃষ্টির খেলা চলত? কিংবা পৃথিবীর এক পাশে আঁধার হলে উল্টো পাশে আলোর রোশনাই ভরে উঠত?
এই যে আলো-আঁধারের খেলা, এর মূল সুর বাঁধা যার হাতে, তার নাম ‘সময়’। খুব ভেবে দেখলে বোঝা যায় এই ‘সময়’ নামের উল্টাপাল্টা ‘প্রাণীটিই’ আমাদের দিয়ে ওর যা ইচ্ছে তাই করিয়ে নিচ্ছে! অদৃশ্য একজন কেউ সময়ের ঘোড়াটার লাগাম ধরে আছে।
সকালের রোদ, দুপুরের আলো, বিকেলের ওম আর রাতের আঁধারের সঙ্গে জীবন মিলিয়ে কোনো মাহেন্দ্রক্ষণে বোকা মানুষ ভেবে নেই, ‘আহা! জীবনটা কেমন কাটিয়ে যাচ্ছি আমরা!’