কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অসহায়দের পাশে দাঁড়ানোয় তাঁকে অভিবাদন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৪

দেশের অর্থনীতির বিরূপ পরিস্থিতির ধাক্কা হাড়ে হাড়ে টের পাচ্ছে সীমিত আয়ের মানুষেরা। ওএমএসের চাল-ডালের জন্য অসহায় মানুষের সারি দীর্ঘ হচ্ছে। বাড়ছে দারিদ্র্য। বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা।


এ সংকট কেন, এর জন্য কারা দায়ী—তা নিয়ে ঢের আলোচনা হয়েছে। এখন এ সংকট মোকাবিলা করাই বড় চ্যালেঞ্জ। এখানে রাষ্ট্র ও সরকারের অনেক কিছুই করার আছে। নানা কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যে সহায়তাও করা হচ্ছে। পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের নানা স্তরের মানুষকেও।


অতীতে যা আমরা বারবার দেখেছি। যেমন করোনা মহামারির সময়, এমনকি সর্বশেষ সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার সময়ও। সিলেটে সে সময় খাবারদাবার নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন চৌধুরী জান্নাত রাখী (৩২)। এখনো সেই কাজটি করে যাচ্ছেন। জান্নাতের মতো অনেকেই করে যাচ্ছেন এমন সমাজসেবামূলক কাজ। অন্যদের জন্য অনুপ্রেরণাও তৈরি করছেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও