বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি খাতে অস্থিরতা চলছে। বিশ্ববাজারে রাশিয়া জ্বালানি তেল এবং গ্যাসের একটি বড় জোগানদাতা। এ যুদ্ধের কারণে জ্বালানির বিতরণব্যবস্থা, বিশেষ করে ইউরোপে অনেকটা বিপর্যস্ত। ইউরোপ রাশিয়া থেকে প্রায় ৪০ শতাংশ গ্যাস আমদানি করে থাকে।
ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কোনো কোনো দেশ যেমন: জার্মানির চাহিদার প্রায় ৬৫ শতাংশ গ্যাস রাশিয়া সরবরাহ করে থাকে।
জ্বালানির মূল্যবৃদ্ধি পাওয়ায় ইউরোপের বিভিন্ন দেশে জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংক ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরতে ব্যাংক সুদের হার বৃদ্ধি করেছে। সর্বশেষ নভেম্বরে যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি পূর্ববর্তী অক্টোবরের শতকরা ১১.১ থেকে কিছুটা কমে ১০.৭ শতাংশে দাঁড়ায়, যা ব্যাংক অব ইংল্যান্ডের মুদ্রাস্ফীতির নির্ধারিত লক্ষ্যমাত্রা শতকরা ২ থেকে অনেক বেশি।
- ট্যাগ:
- মতামত
- বিদ্যুৎ ব্যবহার
- জ্বালানি খাত