মানবতা যখন ডান্ডাবেড়িতে বন্দি
গত ৩০ জানুয়ারি বাংলাদেশের উচ্চ আদালত এক রুল জারি করে জানতে চেয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের ডান্ডাবেড়ি পরানোর ক্ষেত্রে নীতিমালা করতে উচ্চপর্যায়ে কমিটি গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না।
বিচারপতি কেএম কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এ রুল জারি করেন। রুলে জানাজায় হাজির করার সময় ডান্ডাবেড়ি পরানো কেন অবৈধ ঘোষণা ও তাদের ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
চার সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, কারা মহাপরিদর্শক, গাজীপুরের কালিয়াকৈর থানার ওসি এবং শরীয়তপুর থানার ওসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের বিএনপির সভাপতি আলী আজমের মা বার্ধক্যজনিত কারণে মারা যান।
- ট্যাগ:
- মতামত
- মানবতা
- মানুষ ও মানবতা