আশপাশে স্থাপনা হলে ইউনেসকোর তালিকা থেকে বাদ পড়ার শঙ্কা আছে

প্রথম আলো মুহাম্মদ ফজলুল করিম প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৬

আইন অমান্য করে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের দেয়াল ঘেঁষে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। বিহারের সত্যপীরের ভিটাসংলগ্ন মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা ভবনের ওপর আরেক তলা উঠছে। এ অবস্থায় বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে পাহাড়পুরের নাম বাদ পড়ার শঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে প্রথম আলো কথা বলেছে পাহাড়পুর বৌদ্ধবিহারের জাদুঘরের কাস্টেডিয়ান মুহাম্মদ ফজলুল করিমের সঙ্গে।


আপনারা বলছেন পাহাড়পুর বৌদ্ধবিহারের কোর জোনের ভেতরে ও সত্যপীরের ভিটাসংলগ্ন মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের কাজ হচ্ছে। আপনারা চিঠি দিয়ে দ্বিতল ভবনের কাজ বন্ধের অনুরোধ করেছেন। আপনারা চিঠি দিলেন কেন?


মুহাম্মদ ফজলুল করিম: পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত পুরাকীর্তি এবং ইউনেসকো–ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত প্রত্নস্থল। সপ্তম-অষ্টম শতকের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতার সাক্ষী হিসেবে আজও প্রত্নস্থলটি দাঁড়িয়ে আছে। এ ছাড়া প্রত্নতাত্ত্বিক জাদুঘরে প্রাচীন মহামূল্যবান প্রত্নবস্তু রয়েছে। প্রত্নস্থল ও জাদুঘর দেখতে প্রতিদিন অসংখ্য দেশি-বিদেশি দর্শনার্থী আসেন। ১৯৮৫ সালে ইউনেসকো কর্তৃক বিহারটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক প্রণীত আইনের পাশাপাশি এখানে ইউনেসকোর প্রণীত আইন মেনে চলতে হয়। প্রত্নস্থল সংরক্ষণের জন্য ১৯৬৮ সালে (১৯৭৬ সালে সংশোধিত) পুরাকীর্তি আইন প্রণীত হয়। ওই আইনে সংরক্ষিত পুরাকীর্তির কাছে কোনো ভবন নির্মাণ এবং সৌন্দর্যহানি ও ক্ষতি সাধন আইনত দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া বিশ্ব ঐতিহ্যের কেন্দ্র থেকে এক কিলোমিটারের মধ্যে বহুতল ভবন নির্মাণ বিধিবিধান পরিপন্থী। মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পাহাড়পুর বৌদ্ধবিহারের কোর জোনের ভেতরে সত্যপীরের ভিটা প্রত্নস্থলের কাছে।

আপনারা মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের নির্মাণকাজের কথা কখন জানতে পারেন?


মুহাম্মদ ফজলুল করিম: ২০১৯ সালে মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের কাজ শুরু করা হয়েছিল। সেই সময়কার কাস্টেডিয়ান মো. আবু সাঈদ ইনাম তানভিরুল ২০১৯ সালের ৯ অক্টোবর মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের নির্মাণকাজ বন্ধের জন্য বদলগাছি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দিয়েছিলেন। এরপর দ্বিতল ভবনের কাজ বন্ধ ছিল। হঠাৎই মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের কাজ শুরু করা হয়। আমি গত ১৯ জানুয়ারি ভবনের নির্মাণকাজ বন্ধের অনুরোধ জানিয়ে বদলগাছি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দিয়েছি। ২৯ জানুয়ারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে ভবনের নির্মাণকাজ বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে নওগাঁ জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দেন। গত সপ্তাহে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে এসে দেখছি, মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের কাজ চলছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। এরপর প্রশাসনের মৌখিক নির্দেশে দ্বিতল ভবনের কাজ বন্ধ রয়েছে। এখনো আনুষ্ঠানিকভাবে কাজ বন্ধ করা হয়নি। এ কারণে ঠিকাদারের লোকজন দ্বিতল ভবনের সাটারিংয়ের কাঠ এখনো খোলেননি। আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়ার প্রস্তুতি নিয়েছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও