You have reached your daily news limit

Please log in to continue


কোভিড: দেশে একদিনে শনাক্ত ১২ রোগী, মৃত্যু নেই

দেশে গত একদিনে ১২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১২ রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৫৮ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৭৫ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৬০০ জন হয়েছে। গত একদিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪৩ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৬৮ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ্ হলেন ১৯ লাখ ৯৩ হাজার ৯৬৮ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে সবাই ঢাকা মহানগরের বাসিন্দা। দেশের অন্য কোনো বিভাগে গত একদিনে কোনো রোগী শনাক্ত হয়নি। খুলনা বিভাগে কোনো নমুনাই পরীক্ষা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন