অর্থমন্ত্রী কি রাঘববোয়াল ঋণখেলাপিদের লোকচক্ষুর আড়ালে নিয়ে গেলেন?
গত ২৪ জানুয়ারি বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে বাংলাদেশের ব্যাংকগুলোর শীর্ষ ২০ জন ঋণখেলাপির নামের তালিকা প্রকাশ করেছেন। নামগুলো গত ২৫ জানুয়ারি দেশের সব পত্রপত্রিকায় গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে।
এ ২০ জন শীর্ষ ঋণখেলাপিকে প্রদত্ত মোট ঋণের পরিমাণ ১৯,২৮৩ কোটি ৯৩ লাখ টাকা, যার মধ্যে ১৬,৫৮৭ কোটি ৯২ লাখ টাকা খেলাপি ঋণ। সংসদে অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশে মোট ৭ লাখ ৮৬ হাজার ৬৫ জন ঋণখেলাপি রয়েছেন। শীর্ষ ২০ ঋণখেলাপির এক নম্বরে থাকা প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ১,৬৪০ কোটি ৪৪ লাখ টাকা আর ২০ নম্বরের খেলাপি ঋণ ৫৪১ কোটি ২০ লাখ টাকা। কিন্তু ওয়াকিবহাল মহল সঙ্গে সঙ্গে এ তালিকা প্রত্যাখ্যান করে অভিযোগ তুলেছে, অর্থমন্ত্রীর তালিকায় বাংলাদেশের ‘রাঘববোয়াল ঋণখেলাপি’ হিসেবে কুখ্যাত একজনের নামও খুঁজে পাওয়া যায়নি। গত ২৫ জানুয়ারি দেশের ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার প্রথম পৃষ্ঠার হেডলাইন করেছে, ‘নিয়মিতভাবে অভ্যস্ত হয়ে যাওয়া কুখ্যাত ঋণখেলাপিদের তালিকায় পাওয়া যাচ্ছে না।’