You have reached your daily news limit

Please log in to continue


স্ত্রীর ভয়ে তথ্য গোপন করে বিপদে আলভেজ

কথিত যৌন হয়রানির শিকার নারীর সম্মতিতেই দানি আলভেজ দৈহিক সম্পর্ক করেছেন বলে দাবি আইনজীবী ক্রিস্তোবাল মারতেলের। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে কারাগারে সাক্ষাতের পর স্প্যানিশ গণমাধ্যম এন্টেনা থ্রিকে এই দাবি জানান তিনি।

গ্রেপ্তারের পর তিন ধরণের বক্তব্য দিয়েছেন আলভেজ। এতে তিনি ফেঁসে যেতে পারেন জানিয়ে মারতেল বলেছেন, ‘সম্মতির ভিত্তিতেই অভিযোগকারী নারীর সঙ্গে আলভেজের দৈহিক সম্পর্ক হয়েছে। আলভেজ এটা জনসমক্ষে বলতে চাননি। কারণ, স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার বিষয়টি সবাই জেনে যাবে বলে ভয় পাচ্ছিলেন তিনি।’

‘দাম্পত্য সম্পর্ক অবনতির ভয়ে এমনটা করেছেন আলভেজ। তিনি চাচ্ছেন না, পরিবারের সদস্যরা কারাগারে তার সঙ্গে দেখা করতে আসুক। সেখানে তাদের দেখলে লজ্জা পাবেন তিনি।’

আলভেজ ঘটনাটি লুকাতে চাইলেও তথ্যপ্রমাণ দেখে তাকে অবিশ্বাস করতে শুরু করেছেন স্ত্রী জোয়ানা সানজ। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সেলেসাও ডিফেন্ডারের সঙ্গে থাকা ছবিগুলো মুছে ফেলেছেন স্প্যানিশ মডেল।

গত ২০ জানুয়ারি যৌন হয়রানির অভিযোগে আলভেজকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন আদালত। এরপর থেকে স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে বন্দি আছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন