ট্যাক্স-জিডিপি রেশিও বাংলাদেশ প্রেক্ষাপট
প্রবাদ আছে, কর এবং মৃত্যুকে এড়ানো যায় না। বাংলাদেশের ক্ষেত্রে এটি অর্ধসত্য। এখানকার করদাতারা মৃত্যুকে এড়াতে পারেন না, কিন্তু নানা কৌশলে কর ফাঁকি দেয়ার ক্ষেত্রে তারা অনন্য। কর আইনের নানা ফাঁকফোকর দিয়ে তারা খুব সহজে কেটে পড়েন। এ কারণে বাংলাদেশে কর আইনজীবীদের বাজার রমরমা।
ব্যবসাপ্রতিষ্ঠানগুলো প্রচুর বেতন দিয়ে তাদের রাখে। আছে বিভিন্ন কনসালট্যান্সি ফার্ম। এর সঙ্গে যুক্ত হয়েছে আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি। ফলে বাংলাদেশে করদাতা নিবন্ধনের সংখ্যা বেড়েছে, কিন্তু আয়কর রিটার্ন জমা দেয়ার সংখ্যা বাড়েনি।