ব্রাহ্মণবাড়িয়ায় ঘোড়া বেচাকেনার লাভ-লোকসান
সংসদীয় গণতন্ত্রে হর্সট্রেডিং বা ঘোড়া কেনাবেচা- সরকার গঠন বা ফেলে দেওয়ার লক্ষ্যে বিপক্ষ দলের সংসদ সদস্যকে ভাগিয়ে আনা- অপরিচিত কিছু নয়। তবে প্রতিবেশী ভারত ও পাকিস্তানে আকছার তা ঘটতে দেখা গেলেও আমাদের দেশে মূলত সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে খুব একটা দেখা যায় না।
এখানে একবারই তা দেখা গিয়েছিল- ১৯৯৬ সালে। ওই বছর- ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর বর্বরোচিত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার টানা ২১ বছর পর- বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়; কিন্তু তা সরকার গঠনে যথেষ্ট ছিল না- আওয়ামী লীগ তখন পেয়েছিল ১৪৬টি আসন, যেখানে সরকার গঠনের জন্য দরকার ১৫১ আসন। এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (রব)-কে সঙ্গে নিয়ে তারা সরকার গঠন করলেও কিছুদিনের মধ্যেই এরশাদ রহস্যজনক কারণে পল্টি খান। তাঁর দলের তৎকালীন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু- যিনি ওই সরকারের যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন- অবশ্য দল ভেঙে আওয়ামী লীগের সঙ্গে থেকে গেলেও তা সরকারের জন্য স্বস্তিদায়ক ছিল না।