![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/public/uploads/2023/01/20/social/1674228101.kohli.jpg)
রোনালদোর সমালোচকদের ধুয়ে দিলেন কোহলি
পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে দল হারলেও দুই গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। কুড়িয়ে নেন ম্যাচ সেরার পুরস্কার।
তার পারফরম্যান্স আরও একবার মুগ্ধ করেছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে। তা অবশ্য প্রতিনিয়তই করে থাকে।
সেজন্যই তো রোনালদোর একজন বড় ভক্ত বলে স্বীকৃত কোহলি। সৌদি আরবে সেই ম্যাচটিতে তারও চোখ ছিল। খেলা দেখার পর প্রতিক্রিয়া জানাতে অবশ্য দেরি করেন তিনি। তবে সেই প্রতিক্রিয়াতে মিশে ছিল ক্ষোভ। রোনালদোর সমালোচনা করা ব্যক্তিদের ধুয়ে দেন ভারতীয় এই ব্যাটার। যারা বলেছিল, রোনালদো শেষ হয়ে গিয়েছে তাদেরও ছেড়ে কথা বলেননি তিনি।